৫০. নারীবাদ, ও নারীবাদের কালপঞ্জী (পর্ব-২)
[দ্বিতীয় খন্ড] ◼ ১৮৪৮ — জুলাইয়ের ১৯ ও ২০ তারিখে নিউ ইয়র্কের সেনেকা ফলস্-এ প্রথম নারী অধিকার সম্মেলন। এতে অংশ নেন তিন শোর মতো নারীপুরুষ। এ-সম্মেলনে মার্কিন স্বাধীনতা ঘোষণার আদলে নারীমুক্তির ঘোষণা ক’রে বারোটি প্রস্তাব গৃহীত হয়। ঘোষণার রচয়িতা এলিজাবেথ কোড স্ট্যান্টন। ঘোষণায় বলা হয় : ⇛ আমরা মনে করি এগুলো স্বতঃসিদ্ধ সত্য : যে …