০২. প্লেট টেকটোনিক্স তত্ত্ব
খুব সংক্ষেপে প্লেট টেকটোনিক্স তত্ত্বটাকে ব্যাখ্যা করতে হলে, ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায় — ভূতাত্ত্বিক পরিভাষায় প্লেট বলতে বিশাল সলিড শীলার পাত বা ফলককে বােঝায় আর গ্রীক শব্দ টেকটনিক্স এর অর্থ হচ্ছে ‘তৈরি করা’ অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠদেশ বিভিন্ন ধরনের প্লেট দিয়ে তৈরি। লিথােস্ফেয়ার বলে যে উপরের স্তরটা মহাদেশগুলােকে এবং সমুদ্রের নীচের ক্রাস্ট বা ভূত্বককে ধারণ করে …