০৩. সামাজিক ডারউইনবাদ ও প্রাকৃতিক বিবর্তনবাদ
সামাজিক ডারউইনবাদ আর প্রাকৃতিক বিবর্তনবাদ কি এক? মােটেই তা নয়। ভিক্টোরিয়ান যুগে সামাজিক ডারউইনবাদের (Social Darwinism) উদ্ভব ঘটান হার্বার্ট স্পেনসার নামের এক দার্শনিক, যা ডারউইন প্রদত্ত বিবর্তন তত্ত্ব থেকে একেবারেই আলাদা। স্পেসর ডারউইন কথিত জীবন সংগ্রাম (Struggle for life)কে বিকৃত করে ‘যােগ্যতমের বিজয়’ (Survival of fittest) শব্দগুচ্ছ সামাজিক জীবনে ব্যবহার করে বিবর্তনে একটি অপলাপমূলক ধারণার …