০২. উত্তপ্ত বায়ুমন্ডলে অণুজীবগুলাের টিকে থাকার সম্ভাবনা
দ্বিতীয়তঃ পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করার সময় টিকে থাকার সম্ভাবনা কতটুকু? ইউনিভার্সিটি অফ শিকাগাের এডওয়ার্ড এন্ডার্স (Edward Anders) দেখিয়েছেন যে, ইন্টারপ্লানেটারি ধূলিকণাগুলাে পৃথিবীর বায়ুমন্ডলের সবচেয়ে উঁচু স্তরে ধীরে ধীরে নেমে আসে। ফলে সেগুলাে তেমন একটা উত্তপ্ত হয় না। কিন্তু অন্যদিকে কিছুটা ভারী প্রস্তরখন্ড ধেয়ে আসে আক্ষরিক অর্থেই উল্কার গতিতে। ফলে তাদের উপরিভাগ প্রচন্ড তাপে গলে যায় …
০২. উত্তপ্ত বায়ুমন্ডলে অণুজীবগুলাের টিকে থাকার সম্ভাবনা আরও পড়ুন »