০২. ওপারিন-হালডেন তত্ত্বের সত্যতা যাচাই
তত্ত্ব দিলেই তাে হবে না, এর পরীক্ষালব্ধ প্রমাণ চাই। কিভাবে বােঝা যাবে যে ওপারিনহালডেন সত্যি কথা বলছেন? ওপারিন-হালডেনের তত্ত্বানুযায়ী, আদিম বিজারকীয় পরিবেশে অনেক সরল অজৈব পদার্থ থেকে আপনা-আপনি নানা ধরনের জটিল জৈব পদার্থ তৈরী হয়েছিল। কিন্তু ব্যাপারটা পরীক্ষা করে সত্য-মিথ্যা যাচাই করা খুবই কঠিন। কারণ পৃথিবী তাে আর আদিম পরিবেশে চুপটি করে বসে নেই। এর …