০২. প্রাণের উৎপত্তি নিয়ে প্রাচীন ধারণা
প্রাণের উৎপত্তি নিয়ে কোন সঠিক ধারণা তখনও মানুষের মনে ছিল না। নিম্নশ্রেনীর প্রাণী যেমন কীট পতঙ্গ স্বতঃস্ফূর্তভাবে মাটি, কাদা ময়লা আবর্জনা থেকে জন্ম নেয় – এই বিশ্বাস প্রাচীন চীন, ভারত আর মিশরে আমরা দেখতে পাই। এর কারণও ছিল। আবর্জনা কাদার মধ্যে কীটের ডিম পারার ফলে তা থেকেই যে কীটের জন্ম হয়, তা জানতে হলে যে …