০২. প্রাণের বৈশিষ্ট্য
মৃত্যুর ব্যাপারটা না হয় বােঝা গেল। এবার তাহলে আবারাে সেই পুরােন সমস্যায় ফিরে যাই। জীবনের বৈশিষ্ট্য তবে আমরা কাকে বলব? এটা তাে নতুন করে বলে দেওয়ার দরকার নেই যে, জীবিত দেহে সত্যই প্রাণ শক্তির এক ধরণের স্ফুরণ আছে, যার মাধ্যমে জীবদেহ অর্জন করে এক ধরনের স্বায়ত্তশাসন (Autonomy); এটিই বােধ হয় জড়জগৎ থেকে জীবকে পৃথক করে …