০৬. নারী পুরুষ শেষ পর্যন্ত অভিন্ন মানব সত্তারই অংশ
পুরো অধ্যায়টিতে মূলত জৈববৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নারী পুরুষের পার্থক্য উল্লেখ করা হলেও এটা মনে রাখতে হবে যে, নারী পুরুষ কোনো আলাদা প্রজাতির জীব নয়, নয় কোনো ভিন্ন ভুবনের দুই বাসিন্দা, বরং তারা শেষ পর্যন্ত তারা অভিন্ন মানব প্রকৃতিরই অংশ। হ্যাঁ নারীপুরুষের মধ্যে শরীরবৃত্তীয় দিক থেকে এবং আচরণগত বিভিন্ন দিক থেকে পার্থক্য আছেই, সেটার কারণ বহুবিধ। …
০৬. নারী পুরুষ শেষ পর্যন্ত অভিন্ন মানব সত্তারই অংশ আরও পড়ুন »