ফসিলগুলাে পৃথিবীর দীর্ঘ প্রায় চারশ কোটি বছরের প্রাণের ইতিহাসের সরাসরি সাক্ষী, তারা ধারণ করে রেখেছে এই গ্রহে প্রাণের অফুরন্ত কোলাহলের নীরব পদচিহ্ন। পৃথিবীর উৎপত্তির পর প্রায় একশ কোটি বছর যাবত কোন জীব ছিল না। আমরা ৩৮০ কোটি বছর আগেকার প্রথম জীবাশেরি সাক্ষাৎ পাই। এসব জীব আসলে ব্যকটেরিয়া আর নীলাভ শৈবাল জাতীয় অনুজীব।
গ্রীনল্যান্ডের ছােট্ট পাহাড় আকিলার দক্ষিণে সাদা দাগ গুলাের মধ্যে জীবনের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে। এগুলাে ৩৮০ কোটি বছরের বেশী পুরােন।
অস্ট্রেলিয়ার শার্ক অববাহিকায় গড়ে ওঠা স্ট্রোমাটোলাইটের ছবি। ৩৫০ কোটি বছরের পুরােন এই জীবাশোর সাথে আধুনিক সায়নােব্যকটেরিয়ার মিল পাওয়া যায়।