প্রাণের প্রাণ জাগিছে তোমারি প্রাণে

প্রথম অধ্যায়ঃ প্রাণের প্রাণ জাগিছে তোমারি প্রাণে

প্রাণ বা জীবন কি (What is life?)- এ প্রশ্নটি মানব মনের সব চাইতে পুরাতন অথচ কৌতুহলােদ্দীপক প্রশ্নগুলাের একটি। এ প্রশ্নটির ব্যঞ্জনায় যুগে যুগে আলােড়িত হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সাহিত্যিক, কবি, গীতিকার, দার্শনিক, বৈরাগী সকলেই। গীতিকারেরা গান রচনা...

মৃত্যুর ব্যাপারটা না হয় বােঝা গেল। এবার তাহলে আবারাে সেই পুরােন সমস্যায় ফিরে যাই। জীবনের বৈশিষ্ট্য তবে আমরা কাকে বলব? এটা তাে নতুন করে বলে দেওয়ার দরকার নেই যে, জীবিত দেহে সত্যই প্রাণ শক্তির এক ধরণের স্ফুরণ আছে, যার...

Scroll to Top
Scroll to Top