জীবনের প্রাণ রাসায়নিক উপাদান
প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে কে তুমি, মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম-সাগরতীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি, পেল না উত্তর। — রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণ বা জীবন নিয়ে কেবল প্রাণিবিজ্ঞানী...
আমরা প্রজন্ম থেকে প্রজন্মতরে এই ‘জলীয় তথ্য’ কোষের মধ্যে বহন করে চলেছি। ফলে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া থেকে ছত্রাক, ছত্রাক থেকে কোলা ব্যাঙ, কোলা ব্যাঙ থেকে তিমি মাছ, কিংবা তিমি মাছ থেকে মানুষ – পৃথিবীতে প্রাণের যে বিস্তৃত পরিসর আমাদের...