ফসিলগুলো কোথা থেকে এলো
চিত্র ১ঃ গত কয়েক বছরে ফসিলবিদেরা বেশ কিছু পালক এবং ডানাসহ ডায়নােসর এর ফসিলের সন্ধান পেয়েছেন চায়নায়। বিজ্ঞানীরা বহুকাল ধরেই ধারণা করে আসছিলেন যে, ডায়নােসর থেকেই আধুনিক পাখির বিবর্তন ঘটেছে। নব্য আবিষ্কৃত এই ফসিলগুলাে ডায়নােসর এবং পাখির মধ্যবর্তী স্তরের...
খুব সংক্ষেপে প্লেট টেকটোনিক্স তত্ত্বটাকে ব্যাখ্যা করতে হলে, ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায় — ভূতাত্ত্বিক পরিভাষায় প্লেট বলতে বিশাল সলিড শীলার পাত বা ফলককে বােঝায় আর গ্রীক শব্দ টেকটনিক্স এর অর্থ হচ্ছে ‘তৈরি করা’ অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠদেশ বিভিন্ন ধরনের প্লেট...