চোখের সামনেই ঘটছে বিবর্তন!

চতুর্থ অধ্যায়ঃ এলাম আমরা কোথা থেকে?

ভুরিভুরি বই রয়েছে বাজারে বিবর্তনের উপরে, বিজ্ঞানীরা প্রতিদিনই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কিভাবে আমাদের চারপাশের প্রকৃতি, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিবর্তনের পক্ষে সাক্ষ্য দিচ্ছে। বিবর্তন তত্ত্ব আজকে আমাদের শুধু প্রাণের বিকাশ, বিলুপ্তি এবং টিকে থাকার ব্যাপারটাই বুঝতে সাহায্য...

আমাদের মত দেশগুলােতে তাে ম্যালেরিয়া কোন নতুন বিষয় নয়। আমরা সেই ছােটবেলা থেকেই জেনে এসেছি যে এ্যনােফিলিস নামের এক ধরণের মশার মাধ্যমেই এই ম্যালেরিয়া ছড়ায়। এই রােগের জীবাণুটা এক ধরণের পরজীবী প্রটোজোয়া (Protozoa) যা রােগীর রক্তের মধ্যে বিস্তার লাভ...

ম্যালেরিয়া অধ্যুষিত আফ্রিকায় কেনাে ভয়াবহ সিকেল সেল (Sickle Cell) রােগের জিনের ছড়াছড়ি? আফ্রিকাবাসীদের মধ্যে যে সিকেল সেল এ্যনেমিয়া (রক্তাল্পতা) রােগের বিষম প্রকোপ দেখা যায় তার সাথে ম্যলেরিয়া রােগের একটা আশ্চর্যরকম সম্পর্ক রয়েছে। আসুন দেখা যাক প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা...

আগের লেখাগুলােতে বিভিন্ন ধরণের মাইক্রো বিবর্তনের উদাহরণ দেখেছি আমরা, এখন চলুন ম্যাক্রো বিবর্তনের কিছু উদাহরণ নিয়ে আলােচনা করা যাক। উদ্ভিদের নতুন নতুন প্রজাতি তৈরি হচ্ছে অহরহ। আমাদের চোখের সামনে প্রাকৃতিকভাবে মিউটেশনের মাধ্যমে নতুন প্রজাতির উদ্ভবের ঘটনাটা একটু বিরলই বটে।...

সহ-বিবর্তনের এক মজার উদাহরণ বিজ্ঞানের চোখে একটা সুদৃঢ় তত্ত্বের বৈশিষ্ট্যই হচ্ছে এর সুদূরপ্রসারী ভবিষ্যদ্বানী করার ক্ষমতা। মানে, আপনার বৈজ্ঞানিক তত্ত্বটা যদি ঠিক হয়ে থাকে তা দিয়ে আপনি ভবিষ্যতের অনেক কিছুই ব্যাখ্যা করতে পারবেন, যা হয়তাে এখন চোখের সামনে দেখা...

শেয়ার করুন —
Scroll to Top
Scroll to Top