লিখেছেনঃ বেনু
অভিজিতকে অনেক ধন্যবাদ জানাচ্ছি লাইফ পার্ট – ৫ লেখার জন্য, এত চমৎকার একটি বিষয় নিয়ে এত সহজভাবে কেউ লেখেনি আগে। বিশেষ করে যেহেতু এটা বিজ্ঞানের একটা বিষয়, এটা সাধারণত সবার কাছে জটিল একটা সাবজেক্ট। কিন্তু ওর বাচন ভঙ্গির প্রকাশে এটা আমাদের মত সাধারণ মানুষ রাও পড়ে জীবন সম্পর্কে জানার জন্য আগ্রহ বোধ করি। যদিও রসায়ন ও পদার্থ সম্পর্কে আমার ধারণা খুবই সীমিত। কিন্তু জানার আগ্রহ যদি প্রবল থাকে তাহলে সবার কাছে একজন প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন শ্রদ্ধেয় আরজ আলী মাতুব্বর, সবাই তা বিস্তারিতভাবে জানতে পারবে। আমাদের সময়ে তো হাতের নাগালেই সমস্ত উপকরণ প্রস্তুত, শুধু ইচ্ছে থাকতে হবে জানার। বিজ্ঞানের বদৌলতে বই, ম্যাগাজিন, ইন্টারনেট কত সহজলভ্য এখন।
তুমি আরও লিখে যাও আমাদের মত কম জানা মানুষদের জন্য, তোমার ❝আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী❞-টাও আরও বেশী তথ্যবহুল। আমরা আরও বেশী বেশী লেখা তোমার কাছে প্রত্যাশা করছি।